সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিলেন প্রিন্স

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলমকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দেন। তার স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রিন্স মাহমুদের মানবিক বার্তা, মানসিক চাপ ও অনিদ্রা নিয়ে আলোচনা জাগায় নেটদুনিয়ায়।
দেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। রবিবার (১২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ আদুরে ভাষায় লেখেন, “স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্কের অবনতি, মানসিক চাপজনিত উদ্বেগ, অনিদ্রা ও আবেগজনিত জটিলতায় ভুগছো বলে ধারণা করছি।” এরপর গীতিকার পরামর্শ দেন, “ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ০.৫ এমজি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো।”
পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, “রাতে খাবারের পর খেতে হবে, আর যদি কাজ না হয় তবে সকালে একটি খেতে পারো তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো।”
ফেসবুকে প্রকাশিত এ পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের অনেকে গীতিকারের এই পরামর্শকে ‘সেরা পরামর্শ’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ এটিকে মানবিক ও সহানুভূতিশীল মন্তব্য হিসেবেও প্রশংসা করেন।
উল্লেখ্য, প্রিন্স মাহমুদ সম্প্রতি সামাজিক ও রাজনৈতিক নানা ইস্যুতে সরব রয়েছেন। জুলাই আন্দোলনের সময় তিনি সামাজিক মাধ্যম ও রাজপথে ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানান। সমাজের অসঙ্গতি ও মানবিক মূল্যবোধ নিয়ে সচেতনতা তৈরিতেও তিনি সক্রিয়। এমনকি সরকারের এক কমিটিতে যোগদানের আহ্বান পেয়েও তিনি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।