যুদ্ধবিরতির মাঝেও গাজায় রক্তপাত, গুলিবিদ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মাঝেও সহিংসতা অব্যাহত। সাবরা এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি। হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে এই মৃত্যু গাজায় উত্তেজনা বাড়িয়েছে। আন্তর্জাতিক মহলে সাংবাদিক নিরাপত্তা ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই প্রাণ হারালেন ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮)। শনিবার থেকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, গাজা নগরীর সাবরা এলাকায় হামাসের নিরাপত্তা বাহিনী ও প্রভাবশালী দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর সংগ্রহ করছিলেন সালেহ। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাংবাদিক ও অধিকারকর্মীদের প্রকাশিত ভিডিও ফুটেজ আল জাজিরা যাচাই করেছে, যেখানে ‘প্রেস’ লেখা জ্যাকেট পরিহিত সালেহের মরদেহ একটি ট্রাকের পেছনে পড়ে থাকতে দেখা যায়। তিনি রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানায় তার পরিবার।
হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা নগরীর ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেললে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে হামাসের আটজন সদস্য নিহত হন। হাসপাতাল সূত্র অনুযায়ী, দুগমুশ গোত্রের ১৯ জন ও হামাসের আটজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
দুগমুশ গোত্র গাজার অন্যতম প্রভাবশালী উপজাতি, যাদের সঙ্গে হামাসের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে। এর আগেও উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও সাংবাদিক সালেহর এমন মৃত্যু আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।