হামাসের জিম্মি তালিকা প্রকাশ, হামাস-ইসরাইলের বন্দি বিনিময় কার্যক্রম শুরু

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হামাস প্রকাশ করেছে ইসরাইলি জিম্মিদের তালিকা, শুরু হয়েছে হামাস-ইসরাইল বন্দি বিনিময় কার্যক্রম। রেডক্রসের তত্ত্বাবধানে মুক্তি পাচ্ছেন দুই শতাধিক ফিলিস্তিনি বন্দি। গাজা, পশ্চিম তীর ও জেরুজালেমে চলছে স্থানান্তর প্রক্রিয়া। যুদ্ধবিরতির এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় নতুন আশার সঞ্চার করেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আজ সোমবার (১৩ অক্টোবর) শুরু হচ্ছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময় কার্যক্রম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস আজ ইসরাইলি জিম্মিদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন কয়েকজন সেনা সদস্যসহ মোট ১৮ জন ইসরাইলি নাগরিক। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই জিম্মিদের মুক্তি দেওয়া হবে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আজ মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন এলকানা বোহবোট, মাতান অ্যাংরেস্ট, আভিনাতান ওর, ইয়োসেফ-হাইম ওহানা, অ্যালোন ওহেল, এভিয়াতার দাভুদ, গাই গিলবোয়া-দালাল, রম ব্রাস্লাভস্কি, এবং যমজ গালি ও জিভ বারম্যান। এছাড়া আইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, আইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান, ডেভিড কুনিও, এরিয়েল কুনিও, এবং ইসরাইলি সেনা নিমরোদ কোহেন ও মাতান জাঙ্গাউকারও তালিকায় অন্তর্ভুক্ত আছেন।
অন্যদিকে, ইসরাইলও যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) তত্ত্বাবধানে বন্দিবাহী বাসগুলো সোমবার সকালে ইসরাইলের ওফের সামরিক কারাগারে পৌঁছেছে। এখান থেকে ১০৮ জন ফিলিস্তিনি বন্দিকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে পাঠানো হবে।
এছাড়া দক্ষিণ ইসরাইলের নেগেভ অঞ্চলের কটজিওট কারাগার থেকে আরও ১৪২ জন বন্দিকে গাজা অথবা নির্বাসনের উদ্দেশ্যে মুক্তি দেওয়ার কথা রয়েছে। এই বন্দি বিনিময় কার্যক্রমকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক যুদ্ধবিরতি হলেও এই চুক্তি দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠায় কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।