অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিফাইনালে মরক্কো

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
চিলির রানকাগুয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে মরক্কো অনূর্ধ্ব-২০ দল। ম্যাচজুড়ে যুক্তরাষ্ট্রের দাপট থাকলেও কার্যকর ফুটবলে জয় ছিনিয়ে নেয় আফ্রিকার দেশটি। প্রথম থেকেই শৃঙ্খলিত রক্ষণভাগে খেলে দ্রুত পাল্টা আক্রমণে সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চমকে দেয় মরক্কো।
ম্যাচের ৩১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। দলের ফরোয়ার্ড ফুয়াদ জাহুয়ানি কাছ থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। তবে বিরতির ঠিক আগে যুক্তরাষ্ট্র সমতায় ফেরে। পেনাল্টি কিক থেকে কোল ক্যাম্পবেল গোল করে স্কোরলাইন ১-১ করেন। বিরতির পর বল দখলে রেখে যুক্তরাষ্ট্র ধারাবাহিক আক্রমণ চালালেও মরক্কোর রক্ষণের দেয়াল ভাঙতে পারেনি।
৬৭তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায় এক আত্মঘাতী গোলে। মরক্কোর ইয়াসির জাবিরির শট মার্কিন ডিফেন্ডার জোশুয়া উইন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। এতে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো। যুক্তরাষ্ট্র গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণ বাড়ালেও শেষ মুহূর্তে তাদের ভুলে সর্বনাশ ডেকে আসে।
৮৭তম মিনিটে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক অ্যাডাম বোড্রি ও মিডফিল্ডার হ্যাবরুনে মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগে মরক্কোর ইলিয়াস বুমাসসাউদি বল বাড়ান গেসসিম ইয়াসিনের উদ্দেশে। ১৯ বছর বয়সী ইয়াসিন ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান, ফলাফল দাঁড়ায় ৩-১। শেষ মুহূর্ত পর্যন্ত কোনো প্রত্যাবর্তনের সুযোগ পায়নি যুক্তরাষ্ট্র।
পুরো ম্যাচে যুক্তরাষ্ট্রের বল দখল ছিল ৭৩ শতাংশ, শট নেয় ১৩টি; এর মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অপরদিকে মরক্কো নেয় ৭টি শট, যার মধ্যে ৩টিই গোলমুখে ছিল। সেমিফাইনালে মরক্কোর প্রতিপক্ষ হবে ফ্রান্স ও নরওয়ের মধ্যকার বিজয়ী দল। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী দল আর্জেন্টিনা ও কলম্বিয়া।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।