নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইলিশ কেনায় ৫ ক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইলিশ কেনায় ৫ ক্রেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সরকার ঘোষিত ইলিশ ধরা ও বিক্রির নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনায় পাঁচজন ক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি ও বড়কান্দি এলাকায় পদ্মা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায়।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মা ইলিশের প্রজনন নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার গত ৩ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদীতে ইলিশ শিকার করে নদীপাড়ে বিক্রি করছিল। খবর পেয়ে প্রশাসন সকালে অভিযান পরিচালনা করে ২০ কেজি ইলিশসহ পাঁচ ক্রেতাকে আটক করে।

অভিযানের সময় সংশ্লিষ্ট জেলেরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাঁচজন ক্রেতাকে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন, “সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে আছে। আটককৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

প্রশাসন জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে নদীপাড় এলাকায় প্রচারণা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত জাজিরা উপজেলার বিভিন্ন নদী ও হাটবাজারে এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ