আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ব্যর্থতা দিবস’

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
১৩ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব ব্যর্থতা দিবস’ (World Failure Day)। দিবসটির লক্ষ্য, ব্যর্থতাকে লজ্জার নয়, বরং সাহস ও প্রচেষ্টার প্রতীক হিসেবে দেখা। জীবনের প্রতিটি প্রচেষ্টায় সফলতা যেমন আনন্দের, তেমনি ব্যর্থতাও শেখার ও আত্মউন্নয়নের গুরুত্বপূর্ণ ধাপ। এই বার্তাই ছড়িয়ে দিতে প্রতি বছর দিবসটি পালিত হয়।
২০১০ সালে ফিনল্যান্ডের আল্টো (Aalto) বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রথম বিশ্ব ব্যর্থতা দিবস উদযাপন করেন। তাদের উদ্দেশ্য ছিল ব্যর্থতার ভয় দূর করা ও মানুষকে নতুন কিছু শুরু করতে উদ্বুদ্ধ করা। তারা মনে করেন, মানুষ অনেক সময় ব্যর্থতার আশঙ্কায় উদ্যোগ নিতে ভয় পায়, ফলে সম্ভাবনা নষ্ট হয়। সেই ভয় দূর করতেই এই দিনটি প্রতিষ্ঠিত হয়, যাতে মানুষ খোলাখুলি বলতে পারে, ‘হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি চেষ্টা করেছি।’
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান, স্টার্টআপ, উদ্যোক্তা ও শিক্ষাপ্রতিষ্ঠান দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করছে। তারা মনে করে, ব্যর্থতা আসলে শেখার সুযোগ, এটি নতুন পরিকল্পনা, উন্নয়ন ও আত্মবিশ্লেষণের পথ খুলে দেয়। অনেক স্থানে এই দিনে আয়োজন করা হয় ‘ফেল ফেস্ট’, ওয়ার্কশপ ও আলোচনাসভা, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের ব্যর্থতার অভিজ্ঞতা ও তা থেকে পাওয়া শিক্ষা শেয়ার করেন।
বিশেষজ্ঞদের মতে, সমাজে ব্যর্থতা নিয়ে নেগেটিভ দৃষ্টিভঙ্গি দূর করাই এ দিবসের মূল বার্তা। ইতিহাসে দেখা যায়, বিশ্বখ্যাত অনেক ব্যক্তিত্বই সফলতার আগে একাধিকবার ব্যর্থ হয়েছেন। তাই ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরু করার প্রেরণা।
দিবসটির আহ্বান, ব্যর্থতাকে ভয় নয়, বরং প্রেরণা হিসেবে গ্রহণ করা। কারণ যারা ব্যর্থতার মধ্য দিয়েও এগিয়ে যেতে জানে, তারাই প্রকৃত অর্থে সফলতার পথে এগিয়ে থাকে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।