নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে নর্দান বিশ্ববিদ্যালয়ে ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনার প্রতিবাদে রাজধানীর নর্দান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ও হৃদয়স্পর্শী আয়োজন, ‘ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি’। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোর্ট ইয়ার্ডে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরউদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র আল-কুরআন (বাংলা অর্থসহ) বিনামূল্যে বিতরণ করা হয় শিক্ষার্থীদের মধ্যে।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের মাঝে কুরআনের আলো পৌঁছে দেওয়া এবং ইসলাম সম্পর্কে ইতিবাচক ও সচেতন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা। আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মুসলিম সমাজে যে ক্ষোভ ও বেদনা সৃষ্টি হয়েছে, তার জবাবে শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রতিক্রিয়া হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ‘কুরআনের আলো হোক প্রতিটি হৃদয়ের দিশারী’ এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়জুড়ে সাড়া ফেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), প্রো-উপাচার্য (প্রোভিসি), ট্রেজারার, বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজকদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং শিক্ষার্থীদের মধ্যে কুরআনের মূল্যবোধ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায়।
আয়োজকরা বলেন, “এই কর্মসূচি শুধুমাত্র একটি বিতরণ নয়, বরং একটি চলমান দাওয়াহ অভিযান। যে কেউ এতে অংশ নিয়ে সাদকায়ে যারিয়ার অংশীদার হতে পারেন।” অনুষ্ঠানে উদ্ধৃত করা হয় আল্লাহ তাআলার বাণী, “নিশ্চয়ই এই কুরআন মানুষকে সর্বাধিক সঠিক পথে পরিচালিত করে।” (সূরা আল-ইসরা: ৯)
নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ডেস্ক থেকে বোনদের পরিচালনায় কুরআন বিতরণের বিশেষ ব্যবস্থা ছিল। উপস্থিত সকলে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং কুরআনের আলো নিজের জীবনে ধারণ ও সমাজে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।