গাজা-রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

গাজা-রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস
ছবির ক্যাপশান, গাজা-রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে বন্দিবাহী বাস। গাজা থেকে ইসরায়েলি বন্দিদের মুক্তির পর উল্লাসে ফেটে পড়েছে ফিলিস্তিনিরা।

গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির পাশাপাশি শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী কয়েকটি বাস পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

রামাল্লায় পৌঁছানোর পর বাসগুলোর চারপাশে ভিড় করেন হাজারো মানুষ। কেউ তাদের ফোনে দৃশ্য ধারণ করছেন, কেউবা হাতে ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে উল্লাস প্রকাশ করছেন। মুক্ত বন্দিরা বাসের ভেতর থেকে হাসিমুখে বিজয়ের চিহ্ন দেখিয়ে তাদের প্রতি জনতার ভালোবাসার প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এদিকে, মুক্তিপ্রাপ্ত আরও কয়েকটি বাস দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে গাজার উদ্দেশ্যে রওনা দেয় এবং ইতোমধ্যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বন্দিদের আগমনকে ঘিরে গাজা ও পশ্চিম তীরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি চুক্তির আওতায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, জীবিত সকল ইসরায়েলি বন্দিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে, প্রতিক্রিয়াস্বরূপ ইসরায়েলও ফিলিস্তিনি বন্দিদের ধাপে ধাপে মুক্তি দিচ্ছে। এই বন্দি বিনিময় প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ও আশার বার্তা বয়ে এনেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ