সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কওমি সনদধারীদের নিয়োগের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কওমি সনদধারীদের নিয়োগের সুপারিশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কওমি মাদরাসার দাওরা হাদিস সনদধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে তিনি এ বিষয়ে একটি ডিও (আধা-সরকারি) পত্র পাঠিয়েছেন, যাতে দাওরা হাদিসধারীদের শিক্ষক হিসেবে নিয়োগ বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।

খালিদ হোসেন জানান, দাওরা হাদিসের সনদধারীরা ইতোমধ্যে সরকারের স্বীকৃতি অনুযায়ী এমএ ইন অ্যারাবিক ও ইসলামিক স্টাডিজের সমমানের যোগ্যতা অর্জন করেছেন। তাদের প্রাথমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে তারা ধর্মীয় শিক্ষাসহ বাংলা বিষয়েরও পাঠদান দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবেন। তিনি আরও জানান, বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত ওই মন্ত্রণালয়ই নেবে।

তিনি বলেন, হেফাজতে ইসলাম প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছে, যা বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পর্যালোচনার মধ্যে আছে। হেফাজতসহ বিভিন্ন ইসলামিক সংগঠনের পক্ষ থেকে সংগীত বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা।

তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার ছয়-সাত মাসের মধ্যে এই প্রস্তাব দিয়েছিলাম। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার সময় বাড়ানো ইতিবাচক পদক্ষেপ হলেও, দক্ষ ধর্মীয় শিক্ষক নিয়োগ আরও প্রয়োজন।”

ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন আরও বলেন, হেফাজতের দাবি পর্যালোচনার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংগীত শিক্ষক পদ নিয়ে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ