হামাসের হামলায় প্রেমিকার মৃত্যু, শোকে ইসরায়েলি যুবকের আত্মহত্যা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইসরায়েলে হামাসের হামলায় প্রেমিকা নিহত হওয়ার দুই বছর পর শোকে আত্মহত্যা করেছেন রোই শালেভ নামে এক যুবক। গায়ে আগুন দিয়ে নিজের জীবন শেষ করেন তিনি।
ইসরায়েলের নেটানিয়ার কাছে ভয়াবহ এক ঘটনায় আত্মহত্যা করেছেন রোই শালেভ (২৮) নামের এক যুবক। হামাসের হামলায় প্রেমিকা ও বন্ধুর মৃত্যু সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে নিজের জীবন শেষ করেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে জ্বলন্ত গাড়ির ভেতর থেকে শালেভের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
দ্য জেরুজালেম পোস্ট জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর কিছুক্ষণ আগে শালেভ একটি গ্যাস স্টেশনে যান ও গাড়িতে জ্বালানি ভর্তি করেন। পরবর্তীতে গাড়ির ভেতর থেকেই তার দেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি একটি হৃদয়বিদারক বার্তা পোস্ট করেন। সেখানে লেখেন, “আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি ভিতর থেকে জ্বলছি। আমি বেঁচে আছি, কিন্তু আমার ভিতরে সব শেষ হয়ে গেছে।”
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার সময় রোই শালেভ ও তার প্রেমিকা ম্যাপাল অ্যাডাম দক্ষিণ ইসরায়েলের রে’ইম এলাকায় নোভা সঙ্গীত উৎসবে অংশ নিচ্ছিলেন। ওই হামলায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাস। শালেভ হামলা থেকে বেঁচে গেলেও অ্যাডাম ও তার বন্ধু হিলি সলোমন ঘটনাস্থলেই নিহত হন।
পরবর্তীতে শালেভ এক সাক্ষাৎকারে জানান, হামলার সময় তিনি ও ম্যাপাল ট্রাকের নিচে লুকিয়ে মৃতের অভিনয় করেছিলেন। কয়েক মিনিটের মধ্যেই ম্যাপালকে কাছ থেকে গুলি করা হয়, যেখানে তিনি নিজেও গুলিবিদ্ধ হন কিন্তু প্রাণে বেঁচে যান। ঘটনার কিছুদিন পর শালেভের মা-ও আত্মহত্যা করেন, তিনিও গাড়িতে আগুন ধরিয়ে নিজের জীবন দেন।
নোভা ট্রাইব কমিউনিটি নামের সংগঠনটি, যারা উৎসবে নিহতদের পরিবারের প্রতিনিধিত্ব করছে, শালেভের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, “রোই শালেভ ছিলেন আমাদের কমিউনিটির মেরুদণ্ড। তার মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার।”
২০২৩ সালের হামলার প্রতিশোধে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ৬৭ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।