আগামী মৌসুমে হালান্ডকে আনতে ভিনিকে বিক্রি করবে রিয়াল

আগামী মৌসুমে হালান্ডকে আনতে ভিনিকে বিক্রি করবে রিয়াল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

চুক্তি নবায়নে অচলাবস্থার কারণে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদে। দীর্ঘদিন ধরেই ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে বেতন-ভাতা সংক্রান্ত মতপার্থক্যের কারণে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি দুই পক্ষ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, ভিনিসিয়াস এমবাপ্পের সমপরিমাণ বেতন দাবি করেছেন, কিন্তু রিয়াল কর্তৃপক্ষ সেই দাবি মেনে নিতে রাজি নয়। ফলে নতুন চুক্তি এখনো অনিশ্চিত অবস্থায় রয়েছে।

বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা ভিনির। অর্থাৎ চলতি মৌসুমের পরও আরও দুই মৌসুম তাকে সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যাওয়ার কথা।

তবে ক্লাব সূত্রে জানা গেছে, তিনি যদি নতুন চুক্তিতে স্বাক্ষর না করেন, তাহলে রিয়াল মাদ্রিদ আগামী মৌসুম শুরুর আগেই তাকে বিক্রির পরিকল্পনা করছে। ফ্লোরেন্তিনো পেরেজের নেতৃত্বাধীন বোর্ড ভিনির বিকল্প নিয়েও ইতোমধ্যে ভাবনা শুরু করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে টানতে আগ্রহী। তার লক্ষ্য, গ্যালাকটিকো স্কোয়াডে এমবাপ্পে ও হালান্ডের জুটি গড়া।

পরিকল্পনা অনুযায়ী, এমবাপ্পে তার পছন্দের পজিশন লেফট উইংয়ে খেলবেন, যেখানে বর্তমানে আছেন ভিনিসিয়াস। আর নাম্বার নাইন বা স্ট্রাইকার পজিশনে খেলবেন হালান্ড।

উল্লেখ্য, রিয়ালে যোগ দেওয়ার পর থেকে এমবাপ্পেকে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করছে ক্লাবটি, যা তার মূল পজিশন নয়। ফলে হালান্ডের আগমন এমবাপ্পেকে তার স্বাচ্ছন্দ্যের জায়গায় ফিরিয়ে দিতে পারে।

সব মিলিয়ে, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নচিহ্নের মুখে। চুক্তি নবায়নের আলোচনায় অগ্রগতি না হলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বড় কোনো পরিবর্তন ঘটতে পারে গ্যালাকটিকো শিবিরে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ