ব্যাংক থেকে বিকাশ-নগদ-রকেটে সরাসরি পাঠানো যাবে টাকা,দিতে হবে নির্ধারিত ফি
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশে ব্যাংক থেকে বিকাশ, নগদ ও রকেটে সরাসরি টাকা পাঠানো এখন সম্ভব। এনপিএসবি ইন্টার-অপারেবল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক লেনদেন সুবিধা গ্রহণ করুন। প্রেরকের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য, প্রাপক ফ্রি। দ্রুত, নিরাপদ এবং সহজ ডিজিটাল অর্থ স্থানান্তরের জন্য সকল ব্যাংক ও এমএফএস ব্যবহারকারীর জন্য কার্যকর।
দেশের নগদ অর্থের লেনদেন কমাতে নতুন ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আন্তঃঅপারেবল বা ইন্টার-অপারেবল লেনদেন আগামী ১ নভেম্বর থেকে চালু হবে। এই ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংক থেকে সরাসরি বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য এমএফএস অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। তবে, নির্দিষ্ট হারে ফি প্রদান বাধ্যতামূলক।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) সোমবার (১৩ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, নতুন ব্যবস্থার আওতায় ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার একক প্ল্যাটফর্মে যুক্ত থাকবে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে এমএফএস বা পিএসপি অ্যাকাউন্টে এবং বিপরীতমুখী লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করতে পারবেন।
ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রেরক ব্যাংক সর্বোচ্চ ০.১৫ শতাংশ, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ০.২০ শতাংশ এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট) ০.৮৫ শতাংশ ফি ধার্য করতে পারবে। প্রেরকের কাছে এই ফি অবশ্যই প্রেরণের আগে জানাতে হবে এবং তা প্রেরকের হিসাব থেকে কর্তন করতে হবে। তবে প্রাপকের কাছে কোনো চার্জ নেয়া যাবে না।
সার্কুলারের তথ্য অনুযায়ী, ব্যাংক থেকে মোবাইলে ১০০০ টাকা পাঠাতে সর্বোচ্চ ১ টাকা ৫০ পয়সা ফি ধার্য করা হবে। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার থেকে মোবাইলে প্রেরণ করতে খরচ হবে ২ টাকা, এবং এমএফএস থেকে ব্যাংকে অর্থ পাঠালে সর্বোচ্চ ৮ টাকা ৫০ পয়সা ফি ধার্য করা হবে। তবে এনপিএসবি প্ল্যাটফর্মে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংক টু ব্যাংক লেনদেনের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে।
বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক, এমএফএস প্রোভাইডার ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    