জেন-জি আন্দোলনে রাজোয়েলিনার পতন, ক্ষমতায় সেনাবাহিনী

জেন-জি আন্দোলনে রাজোয়েলিনার পতন, ক্ষমতায় সেনাবাহিনী
ছবির ক্যাপশান, মাদাগাস্কারের ক্ষমতা দখল করলো সেনাবাহিনী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মাদাগাস্কারে জেন-জি আন্দোলনের তীব্র বিক্ষোভে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার পতন ঘটেছে। সেনাবাহিনী ক্ষমতা দখল করে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সেনা অভ্যুত্থান ও তরুণদের আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহল মাদাগাস্কারের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে সেনা অভ্যুত্থান ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশত্যাগের পর মঙ্গলবার (১৪ অক্টোবর) সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা দখলের ঘোষণা দেয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, সেনাবাহিনীর কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে দেয়া এক ঘোষণায় বলেন, “আমরা ক্ষমতা গ্রহণ করেছি। সেনাবাহিনী এখন থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে।”

ঘোষণায় আরও জানানো হয়, সেনাবাহিনী দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করেছে, তবে জাতীয় সংসদ বহাল থাকবে। এর আগে একই দিন সংসদে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে ১৩০টি ভোট পড়ে। ওই ভোটের কিছুক্ষণ পরই সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয়।

স্থানীয় গণমাধ্যম জানায়, গত কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করে। দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও মৌলিক সেবার ঘাটতির প্রতিবাদে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। বিশেষ করে ‘জেন-জি’ আন্দোলনের কর্মীরা প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে রাস্তায় নামে।

বিক্ষোভ ও সংঘর্ষের চাপে পড়ে রাজোয়েলিনা অবশেষে দেশত্যাগ করেন। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত রোববার ফরাসি সামরিক বিমানে করে তিনি দেশ ছাড়েন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক সমঝোতার পরই রাজোয়েলিনাকে ফরাসি বিমান বাহিনীর একটি কাসা বিমান মাদাগাস্কারের সান্ত মেরি বিমানবন্দর থেকে নিয়ে যায়।

এদিকে, অভিশংসন ভোটকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে রাজোয়েলিনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে দাবি করেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরও ওই সভা অনুষ্ঠিত হওয়ায় ভোটের কোনো আইনগত ভিত্তি নেই। দেশজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা ও ক্ষমতার লড়াই চলমান থাকায় আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ