শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন 'তিন গোয়েন্দা'র জনক রকিব হাসান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ তিন গোয়েন্দা–এর স্রষ্টা ও খ্যাতনামা লেখক রকিব হাসান আর নেই। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, রকিব হাসান নিয়মিত হাসপাতালে কিডনি ডায়ালিসিস করতেন। বুধবারও ডায়ালিসিসের জন্য আসেন, কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর, কুমিল্লায়। তবে বাবার বদলির চাকরির কারণে শৈশবের একটি বড় অংশ কেটেছে ফেনীতে। ফেনী থেকে স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। শিক্ষাজীবন শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করলেও কোথাও বেশিদিন মন টেকেনি তাঁর। অফিসের নিয়মমাফিক জীবন তাঁর জন্য ছিল না। অবশেষে সব চাকরি ছেড়ে লেখালেখিকেই বেছে নেন জীবনের পেশা ও নেশা হিসেবে।
সেবা প্রকাশনীর মাধ্যমে তাঁর লেখালেখির সূচনা। সেখানে তিনি নামে–বেনামে প্রায় চার শতাধিক বই লিখেছেন। বিশ্বসাহিত্যের নানা ক্ল্যাসিক রচনার অনুবাদ দিয়ে শুরু করলেও, পরে নিজস্ব গল্প-উপন্যাসেই হয়ে ওঠেন পাঠকপ্রিয়। টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজাসহ বহু জনপ্রিয় সিরিজের লেখক তিনি। তবে তাঁর সর্বাধিক খ্যাতি আসে তিন গোয়েন্দা সিরিজের মাধ্যমে, যা বাংলাদেশের কিশোর পাঠকসমাজে এক নতুন যুগের সূচনা করেছিল।
প্রচারবিমুখ এই লেখক নিভৃতে কাটিয়েছেন দীর্ঘ সাহিত্যজীবন। প্রজন্মের পর প্রজন্ম তাঁকে মনে রাখবে কিশোর সাহিত্যকে নতুন রূপ দেওয়া এক স্রষ্টা হিসেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।