গ্রেটা থুনবার্গকে লাথি দিয়েছিল ইসরায়েলি সেনারা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলে পাঁচ দিনের আটককালে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে লাঠিচার্জ, অপমানজনক মন্তব্য, খাবার ও পানির অভাব এবং হুমকি চালানো হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার ও ফিলিস্তিন প্রসঙ্গে এই ঘটনার বিস্তারিত।
তিনি বলেন, “আমার মুখে যখনই ইসরায়েলের পতাকা ছুঁয়ে যেত, তারা আমাকে লাথি মারত। তারা ইচ্ছা করে আমার পাশে পতাকাটি রাখত, আর সেটি স্পর্শ করলেই মারধর করত।”
থুনবার্গ আরও জানান,
তাকে হাত-পা বাঁধা অবস্থায় আঘাত করা ও লাথি মারা হয়,
তাকে ‘লিলা হোরা’ (ছোট বেশ্যা) ও ‘বেশ্যা গ্রেটা’ বলে উপহাস করা হয়,
তাকে খাবার ও বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত করে নোংরা বেসিনের পানি পান করতে বাধ্য করা হয়,
বন্দিদের গ্যাস দিয়ে হত্যা করার হুমকি দেওয়া হয়,
প্রহরীরা তার জিনিসপত্র নষ্ট করার সময় তার সঙ্গে সেলফি তোলে
যার মধ্যে ফিলিস্তিনের প্রতীকযুক্ত জিনিসও ছিল। সূত্র: আফটনব্লাডেট
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।