পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া
শারীরিক অবস্থা জটিল: ভ্যাটিকান সূত্রে নিশ্চিত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে। ভ্যাটিকান সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখনো জটিল। ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত এক সপ্তাহের বেশি সময় ধরে শ্বাসনালির প্রদাহে ভুগছিলেন। গত শুক্রবার তাঁকে রোমের জেমেল্লি হাসপাতালে ভর্তি করা হয়।
ভ্যাটিকানের বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে পোপের বুকের সিটি স্ক্যানে দুই ফুসফুসেই নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ ধরা পড়ে। এ অবস্থায় তাঁর অতিরিক্ত ওষুধ থেরাপির প্রয়োজন হয়েছে। ল্যাব পরীক্ষা ও বুকের এক্স-রে থেকে পাওয়া তথ্য তাঁর স্বাস্থ্যের জটিল চিত্র তুলে ধরেছে। তবে, পোপ মানসিকভাবে স্থির ও ভালো আছেন বলে জানানো হয়েছে। গতকাল তিনি বই পড়া, প্রার্থনা এবং বিশ্রামের মাধ্যমে সময় কাটিয়েছেন।
পোপ ফ্রান্সিস তাঁর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাঁর জন্য প্রার্থনা চেয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি বেশ কয়েক দিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ নিয়ে ভুগছিলেন। এই অবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে তাঁর প্রস্তুতকৃত বক্তব্য পড়ার দায়িত্ব কর্মকর্তাদের হাতে দেওয়া হয়েছে।
চলতি বছর ক্যাথলিক বর্ষের জন্য সপ্তাহান্তে বেশ কয়েকটি অনুষ্ঠানের নেতৃত্ব দেওয়ার কথা ছিল পোপের। আগামী জানুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাথলিক বর্ষ। তবে, আগামী রোববার পর্যন্ত পোপের সব পাবলিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়া পোপ ফ্রান্সিস এর আগেও বেশ কয়েকবার স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন। ২১ বছর বয়সে তাঁর একটি ফুসফুসের অংশ কেটে ফেলতে হয়েছিল। এখনও তাঁর সুস্থতা কামনা করছে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ অনুসারী।