গাজায় চুক্তিভঙ্গ হলে হামাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে : ট্রাম্প

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চুক্তিভঙ্গের অভিযোগে হামাসকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, গাজায় সহিংসতা বা চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকলে হামাসকে নিরস্ত্র করা হবে। আল জাজিরা সূত্রে জানা যায়, ট্রাম্পের এই সতর্কবার্তা গাজার চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজার ঘটমান সহিংসতার প্রসঙ্গে শনিবার সতর্ক বার্তা দিয়েছেন যদি গাজায় ইসরায়েলের সঙ্গে যুক্ত সহকর্মীরা স্থানীয় লোকজনকে হত্যা অব্যাহত রাখে, তাহলে হামাসকে 'মেরে ফেলার' হুমকি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনকে উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প একই সঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন যে আমেরিকা এই হামলায় সরাসরি অংশ নেবে না; বরং এমন 'কেউ আছে, খুব কাছেই', যারা তত্ত্বাবধানে গিয়েও কাজটা সহজেই করে দেবে যদিও কোনো দেশের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি এবং ইঙ্গিত মূলত ইসরায়েলের দিকে ছিল।
ট্রাম্পের তথাকথিত হুমকির পূর্বে গত কয়েকদিনে গাজার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং গ্যাং ইস্যু তলানিতে এসেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ঘোষণা করে, রক্তপাতের সঙ্গে সরাসরি জড়িত না থাকা গ্যাং সদস্যদের ব্যাপারে সাধারণ ক্ষমা প্রদান করা হবে। তবে গত জুনে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন যে তারা কিছু গ্যাংকে অস্থিতিশীল করার নীতির অংশ হিসেবে অস্ত্র সরবরাহ করেছে যার মধ্যে আইএসআইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীরও উল্লেখ ছিল। স্থানীয় বাহিনী জানিয়েছে, রবিবারে ইসরায়েল-সম্পৃক্ত একটি গ্যাংয়ের বন্দুকধারীরা প্রখ্যাত সাংবাদিক সালেহ আলজাফারাওকে গুলি করে হত্যা করেছে।
একই সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হামাসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্দেহভাজন ইসরায়েলি সহযোগীদের হত্যা 'ভয়াবহ অপরাধ' ও আইনের শাসনের লঙ্ঘন। আন্তর্জাতিক মধ্যস্থতায় অনুমোদিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসকে নিরস্ত্র হতে হবে এবং গাজার প্রশাসনে তাদের ভূমিকা শেষ করতে হবে যাতে তারা আনুষ্ঠানিকভাবে সম্মত কি না তা স্পষ্ট নয়। ট্রাম্প আরো সতর্ক করে বলেন, হামাস যদি স্বেচ্ছায় অস্ত্র না ছাড়ে তাহলে জোরপূর্বক তা করানো হবে; প্রয়োজনে সহিংস পথ অবলম্বন করে দ্রুত তাঁরা নিরস্ত্র করা হবে।
সূত্র: আল জাজিরা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।