শিবিরের সবমিলিয়ে জনশক্তি ৫ লাখ -শিবির সভাপতি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির তথ্যমতে, সংগঠনটির সক্রিয় জনশক্তি প্রায় পাঁচ লাখ এবং সমর্থক সংখ্যা প্রায় পঞ্চাশ লাখ। মাদরাসা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সক্রিয় এই সংগঠন ধাপভিত্তিক কাঠামো ও সম্পর্কনির্ভর দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সবমিলিয়ে সক্রিয় জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন মানুষের সংখ্যা প্রায় ৫০ লাখ, এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি সম্প্রতি চ্যানেল আইয়ের একটি টকশোতে অংশ নিয়ে সংগঠনের সাংগঠনিক কাঠামো, কর্মপদ্ধতি এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এ তথ্য তুলে ধরেন।
জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের কার্যক্রম মাদরাসা পর্যায়ে তুলনামূলক বেশি সক্রিয় হলেও, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজেও সংগঠনটি শক্ত অবস্থান তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, “ছাত্রশিবিরের কর্মপদ্ধতি ১৯৭৭ সাল থেকে যেভাবে ছিল, এখনও সেভাবেই চলছে। এখানে কথার সঙ্গে কাজের মিল রয়েছে এবং কোনো গ্রুপিং বা বিভাজন নেই। ভ্রাতৃত্ব ও ভালোবাসার যে অনুশীলন এখানে হয়, তা সমাজে অনুসরণযোগ্য।”
তিনি আরও জানান, ছাত্রশিবিরে সদস্য হওয়ার আগে একটি ধাপভিত্তিক প্রক্রিয়া অনুসরণ করতে হয় প্রথমে কেউ সংগঠনের সমর্থক, পরে কর্মী, এরপর সাথী, এবং সর্বশেষ সদস্য হন। এই প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দিষ্ট সিলেবাস অনুসরণ করতে হয়। বর্তমানে সারাদেশে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৭ হাজার, তবে সব ধাপ মিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখেরও বেশি। আর ছাত্রশিবিরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করেন প্রায় ৫০ লাখ মানুষ।
দাওয়াতি কার্যক্রমের প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, “আমাদের কাজের মূল ধাপ হলো শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। শুরুতেই আদর্শিক আলোচনা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে ধীরে ধীরে ইসলামের দাওয়াত উপস্থাপন করা হয়।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন, সংগঠনের এই ধীর, সম্পর্কনির্ভর দাওয়াত পদ্ধতিই তরুণ সমাজে ইসলামী মূল্যবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।