তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল
ছবির ক্যাপশান, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জবিতে মশাল মিছিল
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

তিস্তা মহাপরিকল্পনার কাজ  শুরু করার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ ১৭ অক্টোবর (শুক্রবার)  সন্ধ্যা আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাস্কর্য চত্বর থেকে  এই মশাল মিছিল শুরু করে  পরবর্তীতে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার ঘুরে এসে ক্যাম্পাস সংলগ্ন 'বিশ্বজিৎ চত্বরে' সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে  তাদের কার্যক্রম শেষ হয়।


বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, 'জাগো বাহে, কোনঠে সবাই', 'পানি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার', 'তিস্তা আমার অধিকার, ছিনিয়ে নেওয়ার সাধ্য কার', 'তিস্তা নিয়ে টালবাহানা চলবে না, চলবে না', ' করো তিস্তা চুক্তি, আমাদের দাও মুক্তি ', 'তিস্তা শুকিয়ে গেলে, কৃষক কাঁদে ঘরে ঘরে' 'ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও'-সহ বিভিন্ন স্লোগান দেন। 

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, 'তিস্তা মহাপরিকল্পনা তিস্তার পাড়ের মানুষের প্রাণের দাবি। ফ্যাসিস্ট আমলে হাসিনা সরকার তিস্তা নিয়ে কোনো কাজ করে নাই। এখন উত্তরবঙ্গের মানুষের কষ্ট  লাঘব করার সময় এসেছে। নির্বাচনী তফশিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আহ্বান জানাই।'

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ