সাংবাদিকদের ভিড়ে নিঃশব্দে কেবল ছেলেকেই খুঁজেছেন শহীদ প্রিয়র মা

সাংবাদিকদের ভিড়ে নিঃশব্দে কেবল ছেলেকেই খুঁজেছেন শহীদ প্রিয়র মা
ছবির ক্যাপশান, সাংবাদিকদের ভিড়ে নিঃশব্দে কেবল ছেলেকেই খুঁজেছেন শহীদ প্রিয়র মা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সাংবাদিকদের ভিড়ে নিঃশব্দে ছেলেকে খুঁজেছেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান। জুলাই আন্দোলনে নিহত প্রিয়র আত্মত্যাগের স্মরণে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মায়ের আবেগঘন মুহূর্ত।

সাংবাদিকদের ভিড়ে কেবল ছেলেকেই খুঁজেছেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসি আরা জামান। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখার সময় তার পেছনেই বসা ছিলেন এই শহীদ মাতা। অনুষ্ঠানের এক পর্যায়ে ক্যামেরায় ধরা পড়ে মঞ্চে বসেই চোখের পানি মুছে নিচ্ছেন সামসি আরা জামান, যেন চারপাশের সাংবাদিকদের ভিড়ে খুঁজছেন নিজের ছেলেকে, প্রিয় তাহির জামানকে।

২০২৪ সালের ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন কাভার করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয়। ধানমন্ডির সেন্ট্রাল রোডে সংঘর্ষ চলাকালে বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত প্রিয় অনলাইন পোর্টাল দ্য রিপোর্ট ডটলাইভ-এর ভিডিও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুর পর দেশজুড়ে সাংবাদিক সমাজে নেমে আসে শোকের ছায়া।

সনদ স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ প্রিয়র আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সম্মাননা তুলে দেওয়া হয় তার মা সামসি আরা জামানের হাতে। কিন্তু এই সম্মাননার মুহূর্তেও তার চোখ ছিল অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের দিকে যেন বারবার খুঁজে ফিরছিলেন সেই চেনা মুখ, যে মুখ ক্যামেরায় ধারণ করত ইতিহাসের দৃশ্য।

প্রত্যক্ষদর্শী বুয়েটের সাবেক শিক্ষার্থী তানভীর আরাফাত ধ্রুব জানান, পুলিশি গুলিতে প্রিয় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং ছাত্র-জনতার চেষ্টাতেও তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ।

প্রিয়র মৃত্যুর পর তার মা গণমাধ্যমকে বলেন, ছেলে মাকে ও মেয়ে পদ্মপ্রিয় পারমিতাকে ভালোবাসতেন প্রাণের চেয়েও বেশি। আজও ছোট্ট মেয়ে বাবার জন্য অপেক্ষায় থাকে।

আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ বছরে বাংলাদেশে ৬১ জন সাংবাদিক শহীদ হয়েছেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে প্রাণ হারানো ৬ সাংবাদিকের একজন ছিলেন তাহির জামান প্রিয়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ