মসজিদের মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন খতিব

মসজিদের মিম্বারে বসেই জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন খতিব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বায়তুন নূর জামে মসজিদে জুমার খুতবার আগে এক নাটকীয় ঘটনার জন্ম দেন মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাসেমী। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে প্রাপ্ত একটি সতর্কতামূলক চিঠি তিনি মিম্বারে বসেই প্রকাশ্যে প্রত্যাখ্যান করে নিজ হাতে ছিঁড়ে ফেলেন। শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পূর্বে এই ঘটনা ঘটে। এর আগে গত ১৬ অক্টোবর উত্তরা পশ্চিম থানা জামায়াতের দপ্তর সম্পাদক জি. এম. আসলামের স্বাক্ষরিত চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

চিঠিতে অভিযোগ করা হয়, গত ১০ অক্টোবরের জুমার খুতবায় খতিব মাওলানা কাসেমী বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে “বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত” বক্তব্য দিয়েছেন। এতে বলা হয়, মসজিদ একটি নিরপেক্ষ ধর্মীয় স্থান এবং খতিবের দায়িত্ব হলো কুরআন-হাদিসের আলোকে সকলের জন্য হেদায়েতমূলক বক্তব্য দেওয়া। চিঠিতে আরও দাবি করা হয়, খতিবের বক্তব্য সমাজে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করেছে এবং তা রাজনৈতিক পক্ষপাতমূলক ছিল।

জামায়াতের পক্ষ থেকে চিঠিতে সতর্ক করে বলা হয়, খতিব যেন উক্ত বক্তব্য প্রত্যাহার করেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য থেকে বিরত থাকেন। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার তাঁকেই নিতে হবে।

তবে শুক্রবার মিম্বারে বসে খতিব নাজমুল হাসান কাসেমী প্রকাশ্যে বলেন, “রোজা আর পূজা এক নয়, আপনারা সংযত ও সংশোধন হোন, তাওবা পড়ুন।” এরপর তিনি চিঠিটি তুলে ধরে জানান, এটি তিনি মানছেন না। তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা “নারায়ে তাকবির, আল্লাহু আকবার” ধ্বনি দেন।

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ডিয়ারাবাড়ী আর্মি ক্যাম্প, উত্তরা বিভাগীয় পুলিশ কমিশনার, উত্তরা পশ্চিম থানার ওসি এবং ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতির কাছে। ঘটনাটি স্থানীয় ও অনলাইন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ