ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে ধুঁকতে থাকা বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (শনিবার, ১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে একের পর এক ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই টাইগারদের হারের ধারা অব্যাহত রয়েছে। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই পরাজয়ের মুখ দেখেছে দলটি। পরপর চারটি সিরিজে জয় না পাওয়ায় আত্মবিশ্বাসও নেমে এসেছে তলানিতে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান নেমে এসেছে দশে, যা ২০০৬ সালের পর সর্বনিম্ন। এর ফলে ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও খুব একটা ভালো নয়। সাম্প্রতিক সিরিজগুলোতে তারা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নেপালের কাছে সিরিজ হারের পর সমালোচনায় পড়েছে ক্যারিবীয়রা। এর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও পরাজিত হয় দলটি। ভারত সফরেও তাদের টেস্ট দল হোয়াইটওয়াশের শিকার হয়। ফলে দুই দলই আজকের ম্যাচে ব্যর্থতার চক্র ভাঙতে মরিয়া হয়ে নামবে মাঠে।
তবুও ঘরের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। পরিসংখ্যানও টাইগারদের পক্ষে কথা বলছে। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দুই দলের মধ্যে এ পর্যন্ত ৪৭টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ২১টিতে, ওয়েস্ট ইন্ডিজ ২৪টিতে জয়ী হয়েছে এবং দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। জিম্বাবুয়ের পর ওয়েস্ট ইন্ডিজই একমাত্র টেস্ট খেলুড়ে দেশ, যাদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে নিয়মিত জয় পেয়ে এসেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।