৮ রানে ওপেনিং জুটি হারিয়ে চাপে বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলটি শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায়। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। ফলে মাত্র ৮ রানে বাংলাদেশের ওপেনিং জুটি ভেঙে যায়।
ইনিংসের প্রথম আঘাত আসে ১.৫ ওভারে। ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ডের ইন-সুইং ডেলিভারি সামলাতে ব্যর্থ হন সাইফ হাসান। অফ স্টাম্পে লক্ষ্যভেদী বলে সামান্য নিচু হয়ে আসা বল ব্যাটে না লেগে সরাসরি প্যাডে আঘাত হানে। আম্পায়ারের সোজাসাপ্টা সিদ্ধান্তে এলবিডব্লিউ ঘোষণা হলে ৩ রান করে মাঠ ছাড়েন সাইফ।
এর পরপরই ২.১ ওভারে ফেরেন অপর ওপেনার সৌম্য সরকার। জেডেন সিলসের অফ-স্টাম্পের বাইরে তুলে দেওয়া ফুল লেংথ বলটিকে কাভার পয়েন্টের উপর দিয়ে মারতে গিয়ে ব্যর্থ হন তিনি। যথাযথ পা না চালানোয় বল ব্যাটে লেগে উড়ে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে। সেখানে দাঁড়িয়ে থাকা রোস্টন চেজ সহজ ক্যাচ নেন। ফলে মাত্র ৪ রান করে বিদায় নেন সৌম্য।
দুই ওপেনার দ্রুত আউট হওয়ায় বাংলাদেশ দল তৃতীয় ওভারের আগেই কঠিন পরিস্থিতিতে পড়ে। ব্যাট করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। দলের বিপর্যয় সামলানোর দায়িত্ব এখন তাঁদের কাঁধে। মিরপুরের ধীরগতির উইকেটে ইনিংস গুছিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের মিডল অর্ডারের সামনে। সিরিজের সূচনালগ্নেই ব্যাটিং ব্যর্থতা দলের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে ক্রিকেট বিশ্লেষক মহল।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।