আগামীকাল জুলাই সনদে স্বাক্ষর করবে আরও একটি রাজনৈতিক দল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর করেছে দেশের ২৫টি রাজনৈতিক দল। শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সনদে স্বাক্ষর করেন। তবে অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। দলটি জানিয়েছে, আগামীকাল রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে তারা সনদে স্বাক্ষর করবে। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী।
এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, সংবিধানের একটি বিষয়ে দলের পর্যবেক্ষণ ছিল, যা নিয়ে কমিশন সংশোধনী এনেছে বলে তাদের জানানো হয়েছে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবারের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই সনদে স্বাক্ষর করেন।
এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জেএসডি, এনডিএম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট ও ভাসানী জনশক্তি পার্টিসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারাও সনদে স্বাক্ষর করেন। জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর কার্যক্রমের মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্যের একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।