শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় সচল

শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় সচল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পর শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণের মধ্য দিয়ে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়। এর আগে দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে, যা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের নজরে আসে।

দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। সমন্বিত উদ্যোগে কয়েক ঘণ্টার মধ্যেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিনির্বাপণ কার্যক্রমে ফায়ার সার্ভিসের মোট ৩৭টি ইউনিট অংশ নেয়। বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রী সেবায় কোনো বড় ধরনের বিঘ্ন না ঘটাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বেশ কিছু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট সাময়িকভাবে বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাতের মধ্যে সব কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হয়। মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব সংস্থার দ্রুত পদক্ষেপের প্রশংসা জানিয়ে জানায়, ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় জরুরি প্রস্তুতি আরও জোরদার করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ