এইচএসসি ফল বিপর্যয়ে আজ বোর্ডের সামনে শিক্ষার্থীদের গণজমায়েত

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকায় এইচএসসি ফল বিপর্যয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আজ বোর্ডের সামনে গণজমায়েত। অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া পরীক্ষার্থীরা চার দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে।
সাম্প্রতিক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নজিরবিহীন ধসের পর অকৃতকার্য ও আশানুরূপ ফল না পাওয়া শিক্ষার্থীরা আজ রোববার রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকেই ব্যাপক প্রচারের মাধ্যমে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। আন্দোলনকারীরা চার দফা দাবিতে এই গণজমায়েতের আয়োজন করছেন বলে জানা গেছে।
এই বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার দাঁড়িয়েছে মাত্র ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৪ সালে পাশের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল সাম্প্রতিক সময়ের শিক্ষাব্যবস্থার মান ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও ব্যাপকভাবে কমে গেছে।
আন্দোলনকারীদের চার দফা দাবি হলো দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা, খাতার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন (এমসিকিউ, সিকিউ ও প্র্যাকটিক্যালসহ), ফেল করা বিষয়ের বিস্তারিত নম্বর বিভাজন মার্কশিটে প্রদর্শন, এবং সিকিউ ও এমসিকিউ মিলিয়ে সম্মিলিত পাশের নিয়ম চালু করা। শিক্ষার্থীদের দাবি, এই দাবিগুলো বাস্তবায়ন করা হলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা পাবে।
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সম্ভাব্য অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই সতর্ক অবস্থান নিয়েছে। তবে আন্দোলনের মূল আয়োজকদের পরিচয় এখনো জানা যায়নি।
ফল বিপর্যয়ের পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম ৪৮ দশমিক ৮৬ শতাংশ, এবং কারিগরি বোর্ডে পাশের হার কমেছে ২৬ শতাংশেরও বেশি। বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ হলেও মানবিকে তা নেমে এসেছে ৪৮ দশমিক ২৩ শতাংশে। শিক্ষার্থীরা মনে করছেন, এই অস্বাভাবিক ফল তাদের উচ্চশিক্ষায় ভর্তি ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।