প্রতীক নেয়ার শেষ দিন আজ, শাপলা প্রতীকে অনড় এনসিপি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তালিকা থেকে প্রতীক বাছাইয়ের শেষ সময়সীমা আজ রোববার (১৯ অক্টোবর) শেষ হচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জন্য। ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে দলটি বিকল্প প্রতীক না জানালে কমিশন নিজ উদ্যোগে প্রতীক বরাদ্দ করবে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “১৯ অক্টোবরের মধ্যেই এনসিপিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। নির্ধারিত সময় পার হলে কমিশন আইন অনুযায়ী নিজ বিবেচনায় পদক্ষেপ নেবে।”
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক হিসেবে ‘শাপলা’ অন্তর্ভুক্ত নয় এবং এটি যোগ করার প্রয়োজনও কমিশন দেখছে না। অন্যদিকে, এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটি শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো বিকল্প প্রতীক গ্রহণ করবে না। ইতোমধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, শাপলা প্রতীকই এনসিপির রাজনৈতিক পরিচয় ও প্রতীক হিসেবে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
আজ সকাল ১১টায় এনসিপির একটি প্রতিনিধি দল ইসির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। দলীয় সূত্র জানায়, প্রতিনিধি দলটি শাপলা প্রতীক সংরক্ষণের বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাবে এবং কমিশনের কাছে পুনর্বিবেচনার অনুরোধ জানাবে।
উল্লেখ্য, সম্প্রতি ইসি নিবন্ধনপ্রাপ্ত দলগুলোর মধ্যে প্রতীক বাছাই প্রক্রিয়া শুরু করেছে। সে অনুযায়ী এনসিপিকে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি অনুমোদিত প্রতীকের তালিকা থেকে একটি বেছে নিতে চিঠি পাঠানো হয়। কিন্তু দলটি বিকল্প তালিকা গ্রহণ না করে শাপলা প্রতীকের দাবিতে অনড় অবস্থান নেয়। ফলে আজকের সাক্ষাতের মাধ্যমে এনসিপির রাজনৈতিক প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।