দীর্ঘ সাত মাস পর দলে ফিরে শূন্য রানে আউট হলেন কোহলি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘ সাত মাস বা ২২৩ দিন পর ভারতের জার্সি গায়ে মাঠে নেমে হতাশাজনকভাবে ফিরেছেন দুই অভিজ্ঞ তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন দুজনই। রোহিত শর্মা ৮ রান করে জশ হ্যাজলউডের বলে স্লিপে ম্যাট রেনশ’র হাতে ক্যাচ দেন। আর বিরাট কোহলি ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি; মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে কুপার কনোলির হাতে ধরা পড়েন।
অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডে খেলার মধ্যে এটি কোহলির প্রথম শূন্য রানে আউট হওয়া। এছাড়া, জেমস অ্যান্ডারসনের পর মিচেল স্টার্কই এখন দ্বিতীয় বোলার, যিনি কোহলিকে দুইবার শূন্য রানে ফেরালেন। রোহিত ও কোহলি সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন চলতি বছরের ৯ মার্চ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর দীর্ঘ সাত মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন দুজনই। মাঝখানে খেলেছেন শুধু আইপিএল, তাও পাঁচ মাস আগে।
এবারের সিরিজে তাদের মাঠে ফেরা তাই ছিল অনেক প্রত্যাশার। তবে গিলের নেতৃত্বে ভারতের এই নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ব্যর্থতার মধ্য দিয়ে। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় তরুণ শুভমান গিলকে। এর আগে টেস্ট দলেও রোহিতের কাছ থেকেই নেতৃত্ব নেন তিনি।
রোহিত ও কোহলি সর্বশেষ অন্যের অধীনে খেলেছিলেন ২০১৬ সালের ২৯ অক্টোবর, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। এরপর ওয়ানডে অধিনায়কত্ব যায় কোহলির হাতে, পরে রোহিতের, আর এবার গিলের হাতে। ক্রিকেট মহলে গুঞ্জন রয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজই হতে পারে রোহিত-কোহলির শেষ ওয়ানডে সিরিজ। টসে হেরে ব্যাটিং শুরু করা ভারত প্রথম ২৫ রানেই হারিয়েছে তিন উইকেট, রোহিত, কোহলি ও অধিনায়ক গিলসহ। গিলকে আউট করেছেন নাথান এলিস।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।