ফিলিপাইনে উষ্ণমণ্ডলীয় ঝড় ফেংশেনের তাণ্ডবে নিহত পাঁচ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফিলিপাইনে উষ্ণমণ্ডলীয় ঝড় ‘ফেংশেন’-এর আঘাতে অন্তত পাঁচজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। প্রবল বর্ষণ ও ঝড়ো বাতাসে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে, যার ফলে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
রবিবার সকালে রাজধানী ম্যানিলার দক্ষিণ-পূর্বে অবস্থিত কেজন প্রদেশের পিটোগো শহরে এক করুণ ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য গাছচাপায় মারা যান। নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, একটি খেজুরগাছ তাদের বাঁশের ঘরের ওপর ভেঙে পড়ে পুরো ঘরটি ধ্বংস করে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে উদ্ধারকর্মীদের মৃতদেহগুলো উদ্ধার করতে দেখা গেছে। ঘটনায় এক কিশোর জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানা গেছে।
ঝড়ের প্রভাবে দেশজুড়ে বিমান চলাচলে ব্যাঘাত ঘটে। বিমান কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে এক ডজনের বেশি ফ্লাইট বাতিলের নির্দেশ দিয়েছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর ‘পাগাসা’-র তথ্যানুসারে, রবিবার দুপুর নাগাদ ফেংশেন লুজন দ্বীপের উপর অবস্থান করছিল এবং পশ্চিম দিকে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় লুজন দ্বীপের অন্তত পাঁচটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়া হয়।
দক্ষিণ-পূর্ব লুজনের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে অন্তত ৪৭ হাজার মানুষকে সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মধ্য ফিলিপাইনের সামার ও পানাই দ্বীপে ভয়াবহ বন্যার খবর পাওয়া গেছে। পানাই দ্বীপের এসতানসিয়া শহরে একটি কাঠের ঘর ধসে পড়ে এক ব্যক্তি আহত হন। অন্যদিকে, মিন্ডানাও দ্বীপের বুকিডনন প্রদেশে ভূমিধসের কারণে একটি তিন চাকার মোটরযান সড়ক থেকে নিচে পড়ে দুজন নিখোঁজ হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ফের্ডিনান্ড মার্কোস জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেছেন, “ফিলিপাইন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ প্রস্তুতি ও প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।”
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।