গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলল হামাস

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হামাস জানিয়েছে, গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ। সংগঠনটির দাবি, ওয়াশিংটনের অবস্থান ইসরাইলের বিভ্রান্তিকর প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গাজা যুদ্ধবিরতি, ফিলিস্তিনি বেসামরিক সুরক্ষা, যুক্তরাষ্ট্রের নীতি ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে এই বিবৃতি নতুন কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। রবিবার এক বিবৃতিতে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর, যা ইসরাইলি দখলদার বাহিনীর প্রচারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। সংগঠনটি অভিযোগ করে, এই প্রচারণা দখলদার বাহিনীর অপরাধ ঢেকে দিতে ও ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন অব্যাহত রাখার জন্য সাজানো হয়েছে।
বিবৃতিতে হামাস যুক্তরাষ্ট্রকে ইসরাইলি বর্ণনার পুনরাবৃত্তি বন্ধ করতে এবং যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন রোধে মনোযোগী হওয়ার আহ্বান জানায়। হামাসের দাবি, বাস্তব পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিযোগের বিপরীত চিত্র তুলে ধরে। দখলদার কর্তৃপক্ষই সেই গোষ্ঠীগুলিকে সংগঠিত, অস্ত্র সরবরাহ ও অর্থায়ন করছে যারা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যা, অপহরণ, ত্রাণবাহী ট্রাক চুরি ও আক্রমণ চালাচ্ছে। সংগঠনটির দাবি, এসব অপরাধীরাই নিজেদের ভিডিও ও মিডিয়ার মাধ্যমে অপরাধের স্বীকারোক্তি দিয়েছে, যা প্রমাণ করে যে এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে দখলদার শক্তির সরাসরি ভূমিকা রয়েছে।
হামাস আরও জানায়, গাজায় তাদের পুলিশ বাহিনী জনগণের সমর্থন নিয়ে আইনসম্মতভাবে এসব গোষ্ঠীকে প্রতিরোধ করছে। পাশাপাশি বেসামরিক নাগরিক ও সরকারি-বেসরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে দাবি করে, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য তথ্য’ রয়েছে যে হামাস গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, এ ধরনের হামলা হলে তা যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং মধ্যস্থতা প্রচেষ্টার অগ্রগতি ধ্বংস করবে। ওয়াশিংটন জানিয়েছে, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র যথাযথ পদক্ষেপ নেবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।