জুলাই সন বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের আশ্বাসে সনদে স্বাক্ষর করলেও বাস্তবায়ন নিয়ে সতর্ক অবস্থানে দলটি।
জুলাই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরকারের পক্ষ থেকে স্বল্প সময়ের মধ্যেই সনদের বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় এই সনদে স্বাক্ষর করেছে দলটি। তবে বাস্তবায়ন না হলে স্বাক্ষর প্রত্যাহার ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। শনিবার (ঢাকা) একান্ত সাক্ষাৎকারে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার একথা জানিয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার অর্থ হলো সনদে অন্তর্ভুক্ত সংস্কার ও নীতিগত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করা। তিনি জানান, সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনায় তারা জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট এবং অন্যান্য দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছেন। এ বিষয়ে কমিশন সদস্য ও উপদেষ্টাদের সঙ্গেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটের সময়সীমা এবং পিআরসহ পাঁচ দফা দাবি এখনো চূড়ান্তভাবে মীমাংসিত হয়নি। এর আগেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ সমমনা রাজনৈতিক দলগুলো এসব দাবিতে গণসংযোগ, মানববন্ধন, ও মিছিলসহ নানান কর্মসূচি পালন করে আসছে।
রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে আইনি ভিত্তির প্রশ্নে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও কেন জামায়াত ও সমমনা দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করল। এ বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতির ওপর আস্থার কারণেই তারা সনদে স্বাক্ষর করেছেন।
তবে তিনি স্পষ্ট করে বলেন, যদি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হয় বা জুলাই সনদের বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র হয়, তবে জামায়াতসহ স্বাক্ষরকারী দলগুলো আবার রাজপথে নামবে। তিনি আরও বলেন, একই দিনে গণভোট ও নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে এবং সঠিক মতামত দিতে পারবে না।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।