কোহলি-রোহিতের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার সহজ জয়

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে হতাশাজনক পরাজয়ের মুখে পড়েছে ভারত। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (DLS) পদ্ধতিতে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বড় জয় তুলে নেয়। ২৬ ওভারে ভারতের সংগ্রহ ছিল ১৩৬ রান, আর অস্ট্রেলিয়া লক্ষ্য তাড়া করে ২১.১ ওভারেই জয় নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ, যিনি ৫২ বলে অপরাজিত ৪৬ রান করেন।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে। ওপেনার রোহিত শর্মা ১৪ বলে ৮ রান করে ঝোশ হ্যাজেলউডের বলে ক্যাচ দেন। অধিনায়ক শুভমন গিল করেন ১০ রান, আর অভিজ্ঞ বিরাট কোহলি শূন্য রানে ফিরেন। শ্রেয়াস আইয়ারও বড় ইনিংস গড়তে ব্যর্থ হয়ে ১১ রানে আউট হন। মিডল অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়েন অক্ষর প্যাটেল ও কেএল রাহুল। অক্ষর করেন ৩১ রান, আর রাহুল খেলেন ৩৮ রানের দ্রুত ইনিংস। শেষদিকে নীতিশ কুমার রেড্ডি ১১ বলে অপরাজিত ১৯ রান যোগ করেন। ফলে নির্ধারিত ২৬ ওভারে ভারত থামে ১৩৬/৯ রানে।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ঝোশ হ্যাজেলউড সর্বোচ্চ ২ উইকেট নেন মাত্র ২০ রানে, একইসঙ্গে কুহনেমান ও মিচেল ওয়েনও ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে অস্ট্রেলিয়ার ওপেনাররা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। ট্র্যাভিস হেড দ্রুত ৮ রান করলেও, অধিনায়ক মিচেল মার্শ দলকে স্থিতি এনে দেন। উইকেটরক্ষক জশ ফিলিপে ২৯ বলে ৩৭ রান করেন, আর শেষদিকে ম্যাট রেনশ ২৪ বলে অপরাজিত ২১ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ভারতের পক্ষে আর্শদীপ সিং, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট পান। ২১.১ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে ম্যাচ জিতে নেয় ২৯ বল হাতে রেখে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।