ঢাবিতে ডাকসুর উদ্যোগে ‘আমাদের লাল বাস’ ট্র্যাকিং অ্যাপ চালু
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ‘আমাদের লাল বাস’ লাইভ ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে। আজ চতুর্থ ধাপে এই অ্যাপ শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। অ্যাপ চালুর মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান লাইভভাবে ট্র্যাক করতে পারবে, যা তাদের সময় ও সুবিধা দুটোই বৃদ্ধি করবে।
এর আগে বিভিন্ন পর্যায়ে অ্যাপটির কার্যকারিতা যাচাই করা হয়। প্রথম ধাপে বাস কমিটির সদস্যরা প্রাথমিক ট্রায়াল পরিচালনা করেন। দ্বিতীয় ধাপে সীমিত সংখ্যক শিক্ষার্থী ট্রায়ালে অংশ নেন। তৃতীয় ধাপে বাস চালকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল আয়োজন করা হয়, যাতে তারা অ্যাপটি দক্ষভাবে ব্যবহার করতে সক্ষম হন।
অ্যাপটি ব্যবহার করার জন্য শিক্ষার্থীরা সহজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ব্যবহারকালে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তা শেয়ার করার জন্য বলা হয়েছে। যদিও সার্বিক প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে, এখনও কিছু টেকনিক্যাল ইস্যু সমাধানের কাজ চলছে।
উল্লেখযোগ্য যে, বাসে স্থায়ীভাবে ট্র্যাকার বসানো হয়নি। কারণ শিক্ষার্থীদের বাসের অবস্থান ট্রিপ চলাকালীন সময়ে জানা প্রয়োজন। তাই উবারের মতো ড্রাইভার-অ্যাপ মডেল অনুসরণ করে সিস্টেমটি তৈরি করা হয়েছে। এছাড়া কিছু চালকের কাছে স্মার্টফোন না থাকায় তাদের বাসগুলোকে অ্যাপের আওতায় আনার জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আন্তরিকভাবে চেষ্টা করছেন সকল সমস্যা সমাধান করে শিক্ষার্থীদের জন্য নির্ভরযোগ্য ও ব্যবহারবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার। নতুন অ্যাপ চালুর ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।