খেলাপি ঋণ অবলোপনের আগে গ্রাহককে জানানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
খেলাপি ঋণ অবলোপন (Write-off) করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণখেলাপি গ্রাহককে বাধ্যতামূলকভাবে অবহিত করার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি, অবলোপন করা ঋণ সফলভাবে আদায়ের জন্য ব্যাংক কর্মকর্তাদের পুরস্কার বা প্রণোদনা দেওয়ার নীতিমালা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এই সংক্রান্ত একটি সার্কুলার পাঠিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অনাদায়ী খেলাপি ঋণ 'মন্দ' বা 'ক্ষতিজনক' হিসেবে চিহ্নিত হওয়ার পর তা টানা দুই বছর পর্যন্ত অনাদায়ী থাকলে ব্যাংকগুলো তা অবলোপন করতে পারবে।
তবে এবার একটি প্রক্রিয়াগত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ঋণ অবলোপন করার কমপক্ষে ৩০ দিন আগে সংশ্লিষ্ট ঋণখেলাপি গ্রাহককে অবশ্যই জানাতে হবে। ব্যাংকগুলোকে এও নিশ্চিত করতে হবে যে গ্রাহক যেন অবলোপনের বিষয়টি সম্পর্কে অবগত হন। এরপরই কেবল ওই ঋণ অবলোপনের জন্য যোগ্য বিবেচিত হবে।
সার্কুলারে আরো উল্লেখ করা হয়েছে যে, মন্দ ঋণ অবলোপনের পরেও সেগুলো আদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের উৎসাহিত করার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা যাবে।
তবে, এই ধরনের পুরস্কার প্রদানের জন্য প্রতিটি ব্যাংকের নিজস্ব একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা আবশ্যিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বারা অনুমোদিত হতে হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    