জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে তিন বাহিনীর প্রধানদের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচনের নিরাপত্তা, চ্যালেঞ্জ এবং করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইসি সূত্র জানায়, সংসদ নির্বাচনকে ঘিরে এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে সংস্থাটি।
এর মধ্যে রয়েছে, ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা নিশ্চিত করা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করা, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, অবৈধ অস্ত্র ব্যবহার রোধ, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা প্রদান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রতিরোধে কৌশল নির্ধারণ, পোস্টাল ভোটের কার্যকর ব্যবস্থাপনা, নির্বাচনী এলাকায় সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা এবং পার্বত্য বা দুর্গম এলাকায় নির্বাচনী উপকরণ পরিবহনে সহায়তা দেওয়া।
এছাড়া ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ, অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচন অফিসগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলোর মতামতের ভিত্তিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় নির্ধারণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সম্ভাবনাও রয়েছে। কমিশন আশা করছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।