৩৮ বছর বয়সে আসিফ আফ্রিদির টেস্ট অভিষেক

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ৩৮ বছর ২৯৯ দিনে টেস্ট অভিষেক ঘটালেন বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির। বয়সের হিসেবে তিনি পাকিস্তানের দ্বিতীয় প্রবীণতম টেস্ট অভিষিক্ত ক্রিকেটার।
পেশোয়ারে জন্ম নেওয়া এই ক্রিকেটার বাঁহাতি ফিঙ্গার স্পিনে দক্ষতার জন্য দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে পরিচিত ছিলেন। ২০০৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর তিনটি ম্যাচ খেলেই তিনি ক্রিকেট থেকে বিরতি নেন। ছয় বছর পর, অর্থাৎ ২০১৫ সালে আবার ঘরোয়া আসরে ফিরে আসেন। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে তিনি নিজের অবস্থান পোক্ত করেন। এখন পর্যন্ত তিনি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে অংশ নিয়ে ১৯৮টি উইকেট নিয়েছেন, গড় ২৫.৪৯।
তুলনামূলকভাবে দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার, যিনি ৩৬ বছর বয়সে ২৩৩ ম্যাচে ৯৯২ উইকেট নিয়েছেন, তার সঙ্গে পরিসংখ্যানগত পার্থক্য স্পষ্ট। তবে আসিফের দীর্ঘ বিরতি ও ধৈর্য্য তার ক্রিকেট জীবনের বিশেষত্বকে আরও গভীর করেছে। পাকিস্তান দলে সুযোগ পাওয়ার এ যাত্রা নিঃসন্দেহে তাঁর অধ্যবসায়ের প্রতিফলন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলের একমাত্র পরিবর্তন হিসেবে দলে সুযোগ পেয়েছেন আসিফ আফ্রিদি। তিনি পেসার হাসান আলির জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।