'ব্যাপক শুল্কের' হুমকি ট্রাম্পের, সংশয়ে মোদি

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাশিয়ার থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের পণ্যের ওপর 'ব্যাপক শুল্ক' আরোপের কড়া হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্যের পর ভারত সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছিলেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেবে।
আজ সোমবার (২০ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, “তিনি (মোদি) আমাকে বলেছেন, ‘আমি রাশিয়ান তেল নিয়ে আর কিছু করছি না।‘ কিন্তু যদি তারা (ভারত) এটি চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে।“
প্রতিবেদনে আরো বলা হয়, ইতোমধ্যেই ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেক বাড়ানো হয়েছে। এই বছরের আগস্টে ট্রাম্প প্রশাসনের অধীনে সেই শুল্কহার ৫০ শতাংশে উন্নীত করা হয়েছিল, যা টেক্সটাইল থেকে শুরু করে ওষুধ পর্যন্ত বিস্তৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ট্রাম্প বারবার সতর্ক করেছেন যে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে এসব বর্ধিত শুল্ক বজায় থাকবে বা আরো বাড়ানো হবে।
ফলে তেল নীতি নিয়ে সংশয়ে পড়ে গেছে মোদি সরকার।
এদিকে চলতি মাসের শুরুর দিকেও ট্রাম্প মোদির আশ্বাসের কথা দাবি করেছিলেন। তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়র সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চাপ ক্রমেই বাড়ছে।
ওয়াশিংটনের দাবি, এ ধরনের বাণিজ্য রাশিয়ার সামরিক কার্যক্রমে পরোক্ষভাবে অর্থায়ন করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।