জিম্বাবুয়ের দুর্দান্ত পেস বোলিংয়ে ১২৭ রানেই অলআউট আফগানিস্তান

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
হারারের স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী আফগানিস্তান। সোমবার (২০ অক্টোবর) টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানরা ৩২.৩ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয়। জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স দুর্দান্ত বোলিং করে একাই ৫ উইকেট শিকার করেন।
আফগান ব্যাটারদের শুরুটা ছিল তুলনামূলক ভালো। ওপেনার ইব্রাহিম জাদরান ১৯ রান করে মুজারাবানির বলে ক্যাচ তুলে দেন। অপর ওপেনার আব্দুল মালিক ৩০ রানে রানআউট হন। উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ দ্রুত ৩৭ রান করলেও অন্য প্রান্তে ব্যর্থ হন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি (৭) ও আফসার জাজাই (১)। ইনিংসের শেষভাগে জিম্বাবুয়ের পেস ত্রয়ী ইভান্স, মুজারাবানি ও চিভাঙ্গা মিলিয়ে আফগানদের টপ অর্ডার ও টেইল দুটোই ধসিয়ে দেন। ইভান্স ৯.৩ ওভারে ২২ রান দিয়ে ৫ উইকেট, আর মুজারাবানি ৩ উইকেট শিকার করেন।
এর জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে দিনশেষে ৮.১ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তোলে। ব্রায়ান বেনেট ৬ রান করে জিয়াউর রহমানের বলে বোল্ড হন। অপর ওপেনার বেন কারান ১২ রানে অপরাজিত রয়েছেন, তার সঙ্গে উইকেটে আছেন নিক ওয়েলচ (২)। দিন শেষে স্বাগতিকরা এখনো ১০৪ রানে পিছিয়ে আছে।
প্রথম দিন শেষ পর্যন্ত বল হাতে আফগানদের হয়ে জিয়াউর রহমান নিয়েছেন একমাত্র উইকেট। বাকিদের মধ্যে ইয়ামিন আহমদজাই ৪.১ ওভারে ১৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ম্যাচের দ্বিতীয় দিনে দুই দলের ভাগ্য অনেকটাই নির্ভর করবে জিম্বাবুয়ের মিডল অর্ডারের ওপর, যেখানে আছেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভাইন ও সিকান্দার রাজা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।