১৩ সদস্যের জুলাইযোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

১৩ সদস্যের জুলাইযোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জুলাইযোদ্ধারা। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এই বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে জুলাইযোদ্ধারা কমিশনকে অবহিত করেন যে, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা পাচ্ছেন না। এ পরিস্থিতিকে তারা দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করেন এবং আহত জুলাইযোদ্ধাদের চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানোর দাবি জানান। একইসঙ্গে, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা ও প্রত্যেক জুলাইযোদ্ধার জন্য একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় সংঘটিত ঘটনাটি প্রসঙ্গে জুলাইযোদ্ধারা বলেন, তাদের উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণভাবে ন্যায্য দাবি উপস্থাপন করা। তারা দাবি করেন, ওই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হয়। এই ঘটনায় জড়িত ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন। তারা ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন এবং ওইদিন দায়ের করা চারটি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।

বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণে সহায়তা করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ