গাজা যুদ্ধবিরতি ভঙ্গের মধ্যেই ইসরাইল সফরে ভ্যান্স

গাজা যুদ্ধবিরতি ভঙ্গের মধ্যেই ইসরাইল সফরে ভ্যান্স
ছবির ক্যাপশান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন।

বিমানে ওঠার আগে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে শুধু হাত নেড়ে শুভেচ্ছা জানান ভ্যান্স। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, এই সফর মূলত যুদ্ধবিরতি রক্ষা, মানবিক সহায়তা বিতরণ, এবং গাজায় সম্ভাব্য বহুজাতিক বাহিনী মোতায়েন নিয়ে আলোচনাকেন্দ্রিক হবে।

এরই মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর দপ্তর জানায়, ভ্যান্স ও তাঁর স্ত্রী কয়েকদিন ইসরাইলে অবস্থান করবেন এবং বিভিন্ন কূটনৈতিক বৈঠকে অংশ নেবেন।

রোববার ভ্যান্স ইসরাইলি হামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “যুদ্ধবিরতি অনিয়মিতভাবে চলবে, তবে শান্তির প্রচেষ্টা অব্যাহত থাকবে।” অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত হলে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। তাঁর বক্তব্যে হামাসের নিরস্ত্রীকরণ ও জিম্মিদের দেহ ফেরতের দাবিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যান্স ও নেতানিয়াহুর বৈঠকে গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের বিষয়টিও গুরুত্ব পাবে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহায়তা করতে প্রায় ২০০ মার্কিন সেনা ইতোমধ্যে ইসরাইলে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, এই সফর যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির একটি নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত বহন করছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ