বাংলাদেশের আকাশে আজ রাতেই দেখা যাবে উল্কাপাতের অপূর্ব দৃশ্য
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
আজ সোমবার দিবাগত রাতেই বাংলাদেশের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য উল্কাপাত। রাত ১০টা থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ আকাশে চোখ রাখলেই উল্কাগুচ্ছের আলোকরেখা দেখা যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘ওরিয়োনিড’ (Orionid) নামের এই উল্কাপাতের উৎস হলো বিখ্যাত ‘হ্যালির ধূমকেতু’, যা সর্বশেষ ১৯৮৬ সালে পৃথিবীর আকাশে দেখা গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে ধূমকেতুটি বরফ, ধুলা ও ক্ষুদ্র পাথরের কণা ফেলে যায়। পৃথিবী যখন সেই পথে প্রবেশ করে, তখন ওই কণাগুলো বায়ুমণ্ডলে ঢুকে ঘর্ষণের কারণে জ্বলে ওঠে এবং আলোকরেখা তৈরি করে যেটি সাধারণত উল্কাপাত নামে পরিচিত। এসব কণা অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় বেশিরভাগই মাটিতে পৌঁছানোর আগেই পুড়ে ছাই হয়ে যায়।
তবে এবারের উল্কাপাত কিছুটা ব্যতিক্রমী। পূর্ণিমার আলো থাকায় উল্কাপাতের ঔজ্জ্বল্য কিছুটা কমে যেতে পারে। তবুও আকাশ পরিষ্কার থাকলে এবং শহরের কৃত্রিম আলো এড়িয়ে পর্যবেক্ষণ করলে দৃশ্যটি স্পষ্ট দেখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
উল্কাপাত প্রত্যক্ষ করার বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে রাতভর উল্কাপাত পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের পাটি বা চাদর, হালকা খাবার, পানি এবং ব্যক্তিগত টেলিস্কোপ সঙ্গে আনার পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজকদের মতে, মহাজাগতিক ঘটনার প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। এ ধরনের আয়োজন বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ বিষয়ে সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    