সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
প্রথম ম্যাচে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে বিধ্বস্ত হয়েছিল ক্যারিবীয় ব্যাটাররা। স্পিন নির্ভর সেই সাফল্যকেই ভিত্তি করে দ্বিতীয় ম্যাচে আরও শক্তিশালী স্পিন আক্রমণ সাজানোর ইঙ্গিত দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই দলে যোগ করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। রোটেশনের অংশ হিসেবে আজ তার একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে টিম সূত্র।
মিরপুরের উইকেট নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা চলছে। প্রথম ম্যাচে স্পিনারদের আধিপত্যে ব্যাটারদের ভোগান্তি বিবেচনায় আজও ধীরগতির উইকেট প্রত্যাশা করা হচ্ছে। তবে দলের স্পিন কোচ মুশতাক আহমেদ সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে কোনো নিশ্চিত মন্তব্য করতে চাননি। তার ভাষায়, “একাদশ কী হবে, সেটা ম্যাচ শুরুর পরই জানা যাবে।”
অন্যদিকে, পরাজয় থেকে শিক্ষা নিয়ে দল পুনর্গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্পিন বিভাগের শক্তি বাড়াতে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। নতুন মুখ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি পেসার সাইমন্ডস। তবে চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার শামার জোসেফ ও জেডাইয়া ব্লেডস। ক্যারিবীয় অলরাউন্ডার খারি পিয়েরে জানিয়েছেন, উইকেট নিয়ে তাদের আলাদা কোনো ভাবনা নেই, বরং পরিস্থিতি বুঝে পরিকল্পনা বাস্তবায়নই হবে মূল লক্ষ্য।
দু’দলের চোখ এখন সিরিজের ভাগ্য নির্ধারণী এই ম্যাচে। স্পিনবান্ধব উইকেটে আরেকটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন মিরপুরের দিকে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।