হঠাৎ ৯ সচিবকে কেনো অবসরে পাঠালো সরকার?

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
৯ জন সচিব ও সিনিয়র সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা অবসরজনিত সকল সুবিধা ভোগ করবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো দুই সিনিয়র সচিব হলেন মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। বাকি সাত সচিব হলেন মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম। তাঁদের সবাইকে জনস্বার্থে অবসর দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তারা পূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তাঁদের বিভিন্ন সময় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তীতে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো কর্মকর্তা ২৫ বছর চাকরি সম্পন্ন করলে সরকার প্রয়োজন মনে করলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে এবং তাঁদের অবসরকালীন সুবিধা ও প্রাপ্য ভাতা নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনে চলমান পুনর্গঠনের ধারাবাহিকতা বজায় রাখল অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে গৃহীত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।