বিমানবন্দরে আগুন নেভানোর ব্যাপারে যা বললেন বেবিচক চেয়ারম্যান

বিমানবন্দরে আগুন নেভানোর ব্যাপারে যা বললেন বেবিচক চেয়ারম্যান
ছবির ক্যাপশান, বিমানবন্দরে আগুন নেভানোর ব্যাপারে যা বললেন বেবিচক চেয়ারম্যান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢুকতে না পারার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আগুনের সূত্রপাত সম্ভবত বিমানবন্দরের কার্গো ভিলেজের ভেতরে অবস্থিত ইমপোর্ট কুরিয়ার সার্ভিস অংশ থেকে হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। তিনি আরও জানান, কার্গো এলাকায় মালামাল দীর্ঘদিন জমে থাকা ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকার দায়ভার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কাস্টম হাউজ এবং সংশ্লিষ্ট সিএন্ডএফ এজেন্টদের ওপর বর্তায়।

এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “বিমানবন্দরে ফায়ার স্টেশনের সক্ষমতা আরও বাড়াতে হবে তবে সক্ষমতা ছিল না, এমন নয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি এই অভিযোগটি সত্য নয়। যদি বিষয়টি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।” তিনি আরও জানান, বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং কার্গো ভিলেজ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। ৯ নম্বর গেট দিয়ে কার্গো কার্যক্রম চালু রয়েছে।

তিনি জানান, ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত তিন দিনের জন্য অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মওকুফ করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন, বিমান ও নৌবাহিনীর সদস্যরা একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় সাত ঘণ্টা পর রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ