পরমাণু সক্ষমতা ধ্বংসের দাবি

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বপ্ন দেখার সাথে তুলনা করলেন খামেনি

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে স্বপ্ন দেখার সাথে তুলনা করলেন খামেনি
ছবির ক্যাপশান, পরমাণু সক্ষমতা ধ্বংসের দাবি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, তবে তা কেবল স্বপ্ন দেখারই নামান্তর। মঙ্গলবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে খামেনি ট্রাম্পের মন্তব্যকে “ভিত্তিহীন” ও “প্রচারমূলক” বলে অভিহিত করেন।

খামেনি বলেন, “ট্রাম্প নিজেকে চুক্তিপ্রণেতা হিসেবে দাবি করেন, কিন্তু যদি কোনো চুক্তিতে জবরদস্তি থাকে এবং এর ফলাফল আগে থেকেই নির্ধারিত হয়, তবে সেটি কোনো চুক্তি নয় বরং চাপ ও হুমকির বহিঃপ্রকাশ।” তিনি আরও যোগ করেন, “আমাদের পারমাণবিক স্থাপনা আছে কি নেই, তা আমেরিকার বিষয় নয়। এটি সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ বিষয়।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলি পার্লামেন্টে এক ভাষণে বলেন, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি “শান্তি চুক্তি” নিয়ে আলোচনা করতে চায়। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ বোমা হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় অংশ ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, গত জুন মাসে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনার সময় ১২ দিনের সংঘাতের মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। তবে ইরান বারবার এই হামলায় বড় ধরনের ক্ষতির খবর অস্বীকার করেছে।

খামেনির সর্বশেষ এই মন্তব্যকে তেহরান পর্যবেক্ষকরা ইরানের দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে এবং বাইরের কোনো চাপকে স্বীকার করবে না।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ