১ টাকা কেজি মাংস বিক্রি করবে ফরিদপুর ১ আসনের এমপি প্রার্থী জামিল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাওলানা রায়হান জামিল আবারও আলোচনায় এসেছেন এক নতুন ঘোষণার মাধ্যমে। এবার তিনি আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মাত্র ১ টাকায় এক কেজি গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন। নির্বাচনী এলাকা ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ইতোমধ্যে “১ টাকায় গরুর মাংস” লেখা পোস্টার সাঁটানো হয়েছে। পাশাপাশি এ সংক্রান্ত একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে।
রায়হান জামিলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টারে উল্লেখ করা হয়েছে, ভাঙ্গা উপজেলায় নির্ধারিত স্থানে ১০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এই মাংস বিতরণ করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করে তাদের হাতে টোকেনও দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রায়হান জামিল বলেন, “আমি কথা দিয়েছি, জনগণের পাশে থাকব। ১ টাকায় গরুর মাংস দেওয়ার ঘোষণার বাস্তবায়ন আগামী বৃহস্পতিবার হবে।”
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ফরিদপুরের সদরপুরে মাত্র ১০ টাকায় ইলিশ মাছ বিতরণের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে ওই সময় অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উপস্থিত জনতার হট্টগোল ও চাপে পড়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।
নির্বাচন সামনে রেখে প্রার্থীর এমন প্রচারণা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে দরিদ্রদের সহায়তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি নির্বাচনী প্রচারণার অংশমাত্র। তবে রায়হান জামিলের উদ্যোগে আবারও এলাকায় আলোচনা শুরু হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।