বাংলাদেশের বিপক্ষে পুরো ৫০ ওভার স্পিন বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বরেকর্ড

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ এক অনন্য নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে (ওয়ানডে) তারা সম্পূর্ণ স্পিন আক্রমণের কৌশল অবলম্বন করে ইতিহাস সৃষ্টি করেছে। পুরুষদের ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক স্পিন ওভার বল করার রেকর্ড এখন তাদের দখলে। এর আগে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিন করেছিলেন শ্রীলঙ্কার বোলাররা, যথাক্রমে ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৮ সালে নিউজিল্যান্ড ও ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
দিনের শুরু থেকেই স্পিন নির্ভর বোলিং আক্রমণে এগিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ। তিন ঘণ্টা ১৮ মিনিট ধরে টানা স্পিনাররা বল করেন, যা সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা। বাংলাদেশের ওপেনার সাইফ হাসান ধীরগতিতে শুরু করে ১৫ বল খেলে প্রথম রানের দেখা পান, কিন্তু পরের বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে আউট হয়ে যান স্লিপে ক্যাচ দিয়ে। পাওয়ারপ্লের পর স্পিনার গুডাকেশ মতি আক্রমণে এসে দ্রুত হৃদয়কে আউট করে বাংলাদেশের ব্যাটিংয়ে চাপ সৃষ্টি করেন। এরপর পার্ট-টাইমার আতানাজে শান্ত ও অঙ্কনকে আউট করে ম্যাচে প্রভাব বিস্তার করেন।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা পুরো ইনিংসজুড়ে স্টাম্প টু স্টাম্প বল করে ব্যাটারদের শৃঙ্খলিত রাখতে সক্ষম হন। অধিনায়ক শাই হোপ দুটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করলেও স্পিন আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। বাংলাদেশের সর্বোচ্চ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে ৮৯ বলে ৪৫ রান।
ইনিংসের শেষ দিকে নুরুল হাসান ও রিশাদ হোসেন দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রিশাদ মাত্র ১৪ বলে ৩৯ রান করে ইনিংসের গতি ফিরিয়ে আনেন, যার মধ্যে ছিল দুটি ছক্কা ও একটি চার। শেষ দুই ওভারে মিরাজ ও রিশাদের ২৪ বলে ৫০ রানের অপরাজিত জুটি বাংলাদেশের পক্ষে টার্নিং পয়েন্ট হয়ে ওঠে।
শেষ পর্যন্ত মতি তিনটি উইকেট নেন, তবে আতানাজের ১০ ওভারে মাত্র ১৫ রানে দুটি উইকেট ছিল দলের বোলিং আক্রমণের গোপন শক্তি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।