অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিলেন ৩৮ বছর বয়সী পাকিস্তানি স্পিনার

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
রাওয়ালপিন্ডি টেস্টে ইতিহাস গড়লেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া এই অভিজ্ঞ স্পিনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং প্রদর্শন করে পাঁচ উইকেট শিকার করেন। তাঁর অসাধারণ বোলিংয়ে সফরকারী প্রোটিয়ারা প্রথম ইনিংসে ২৬৯ রানে ৮ উইকেট হারিয়ে পিছিয়ে আছে ৬৪ রানে। ম্যাচের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৬৯/৮, যেখানে এখনও ৬৪.১ ওভার বাকি রয়েছে।
পাকিস্তানের প্রথম ইনিংসে দলীয় মোট ৩৩৩ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে। আসিফের ঘূর্ণিতে সাজঘরে ফেরেন রায়ান রিকেলটন, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইন ও সাইমন হার্মার। ২৮ ওভার বোলিং করে তিনি মাত্র ৫২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট, যা তাঁর অভিষেক ম্যাচেই রেকর্ড হয়ে যায়।
এছাড়া পাকিস্তানের হয়ে সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি একটি করে উইকেট নেন, নোমান আলি শিকার করেন একটি। দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিস্টান স্টাবস সর্বোচ্চ ৭৬ রান করেন, টনি ডি জর্জি ৫৫ ও সেনুরান মুথুসামি ৪৬ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে পাকিস্তানের ইনিংসে অধিনায়ক শান মাসুদ ৮৭ ও সৌদ শাকিল ৬৬ রানের ইনিংস খেলেন। কেশব মহারাজ ৭ উইকেট নিয়ে প্রোটিয়া বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। ম্যাচের অবস্থা অনুযায়ী, পাকিস্তান এখনো এগিয়ে আছে এবং দ্বিতীয় ইনিংসে তারা লিড বাড়ানোর সুযোগে রয়েছে। আসিফ আফ্রিদির এই অভিষেক পারফরম্যান্স পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে বয়সের দিক থেকে অন্যতম অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।