১১ নাম্বারে ব্যাটিংয়ে নেমে রাবাদার প্রথম আন্তর্জাতিক অর্ধশতক

১১ নাম্বারে ব্যাটিংয়ে নেমে রাবাদার প্রথম আন্তর্জাতিক অর্ধশতক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার শেষ ব্যাটার কাগিসো রাবাদা প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক পূর্ণ করেছেন। ব্যাটিং অর্ডারের একাদশ স্থানে নামা এই পেসার দেখিয়েছেন দারুণ প্রতিরোধ ও আক্রমণাত্মক মনোভাব। রাবাদা ৫৮ বল মোকাবিলা করে ৭১ রানে অপরাজিত রয়েছেন, যেখানে ছিল চারটি চার ও চারটি ছক্কা। তাঁর এই ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ১১৯ ওভারে ৯ উইকেটে ৪০৪ রানে পৌঁছে ৭১ রানের লিড অর্জন করেছে।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ৩৩৩ রানে অলআউট হয়েছিল। পাকিস্তানের পক্ষে অধিনায়ক শান মাসুদ সর্বোচ্চ ৮৭ রান করেন, আর সৌদ শাকিল করেন ৬৬। দক্ষিণ আফ্রিকার পক্ষে স্পিনার কেশব মহারাজ দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট দখল করেন, যা তাঁর টেস্ট ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে শুরুর ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও মিডল অর্ডারে ত্রিস্তান স্টাবস (৭৬) ও সেনুরান মুথুসামি (৮৯*) দলকে টেনে তোলেন। এরপর নিচের সারিতে রাবাদার ঝড়ো ব্যাটিং প্রোটিয়াদের শক্ত অবস্থানে নিয়ে যায়। রাবাদা ও মুথুসামির জুটি নবম উইকেটে দলকে ৪০০ রানের ঘর পেরিয়ে লিড এনে দেয়।

পাকিস্তানের পক্ষে বামহাতি স্পিনার আসিফ আফ্রিদি ৩৪ ওভারে ৭৯ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং করেন। নোমান আলি ২ উইকেট নেন। ম্যাচের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষে দক্ষিণ আফ্রিকার লিড দাঁড়িয়েছে ৭১ রানে, হাতে রয়েছে ১ উইকেট। চতুর্থ দিনে ম্যাচের দিক নির্ধারণ করবে পাকিস্তানের বাকি ইনিংস ও দক্ষিণ আফ্রিকার বোলিং পারফরম্যান্স।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ