যে দুইটি দেশ থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত
 
                                        
                                    - Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
এক লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। সভায় খাদ্য, অবকাঠামো ও বিদ্যুৎ খাতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়। দুবাই ও মিয়ানমার থেকে আমদানি করা হবে এই চাল।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী চলতি অর্থবছর (২০২৫–২৬)-এর জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল (পারবয়েল্ড রাইস) ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ চাল আমদানি করবে খাদ্য অধিদপ্তর, যার ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ৯০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৫.৯৯ মার্কিন ডলার। দুবাইভিত্তিক প্রতিষ্ঠান এম/এস ক্রেডেন্টওয়ান এফজেডসিও নির্বাচিত দরদাতা হিসেবে মনোনীত হয়েছে।
আরেক প্রস্তাবে, সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় মিয়ানমার থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়। এই চাল ক্রয়ে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম ৩৭৬.৫০ মার্কিন ডলার। সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুনভিত্তিক মিয়ানমার রাইস ফেডারেশন (এমআরএফ)।
সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) একটি অবকাঠামো প্রকল্পও অনুমোদিত হয়। চট্টগ্রামের মীরসরাই-২এ ও ২বি অর্থনৈতিক অঞ্চলের প্রবেশ সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০৮ কোটি ৯৯ লাখ টাকা। ঢাকাভিত্তিক মনিকো লিমিটেড প্রতিষ্ঠানটি এ প্রকল্পের ঠিকাদার হিসেবে নির্বাচিত হয়েছে। প্রকল্পটি চলমান জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্পের অংশ।
এছাড়া, বিদ্যুৎ বিভাগ কর্তৃক খুলনা বিভাগের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের আওতায় পাঁচটি নতুন ৩৩/১১ কেভি (১০/১৪ এমভিএ) জিআইএস সাবস্টেশন ক্রয় প্রক্রিয়া পুনর্বিবেচনার প্রস্তাব অনুমোদিত হয়। সংশোধিত পদ্ধতিতে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি সম্মতি প্রদান করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।
 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    